চীনে আইফোন বিক্রি বেড়েছে ২২৫ শতাংশ

৩০ জুলাই, ২০২০ ০২:৫২  
এপ্রিল-জুন সময়কালে বিক্রিতে চমক দেখেছে অ্যাপল। আগের প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে চীনে কোম্পানিটির আইফোন বিক্রির পরিমান বেড়েছে ২২৫ শতাংশ। খবর জিএসএম এরিনা। সাংহাইয়ের সিনো রিসার্চ জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে মোট ১৩ মিলিয়ন আইফোন বিক্রি হয়েছে, যা বার্ষিক হিসেবে প্রায় ৬২ শতাংশ বেড়েছে। গত ফেব্রুয়ারিতে সবচেয়ে কম পরিমানে আইফোন বিক্রির পর থেকেই পরিবর্তন শুরু হয়েছে। ঐ সময়ে চীনে মাত্র ৫ লাখ ফোন বাজারজাত করেছিলো অ্যাপল। তারপর আইফোন ১১ এর বিক্রি প্রচুর বেড়ে যায়। এছাড়া আইফোন এসই এর বিক্রিও হয় প্রচুর। আর এখানেই নতুন মাইলফলক অর্জন করেছে অ্যাপল। সবথেকে অবাক করা বিষয় হলো, দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারে মোট স্মার্টফোন বিক্রির পরিমান ১৭ শতাংশ কমেছে। এর মাধ্যম রেকর্ড পরিমান আয় হয়েছে অ্যাপলের। ডিবিটেক/বিএমটি